শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আবার শুরু হচ্ছে গেম অব থ্রোন

বিনোদন ডেস্ক

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। এতে জন স্নো চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন কিট হ্যারিংটন। আবারো পর্দায় চরিত্রটিতে দেখা যাবে তাকে। নির্মাতা প্রতিষ্ঠান এইচবিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, জন স্নোকে নিয়ে সিরিজটির একটি স্পিন অফ নির্মাণ করতে চাইছেন তারা।

‘গেম অব থ্রোনস’ সিরিজের শেষ পর্বে দেখা যায়, জন স্নো উত্তরে ফিরে গেছেন, তার দায়িত্ব পালনে। পরবর্তী সময়ে কী ঘটেছে জন স্নোর জীবনে সেটিই পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। শোনা যাচ্ছে, নতুন সিরিজেও জন স্নো চরিত্রটি রূপায়ন করবেন কিট হ্যারিংটন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি কতগুলো সিজন হবে এবং প্রত্যেকটিতে কতটি করে পর্ব থাকবে সেটিও এখনো নির্ধারণ হয়নি। সবই এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে।

এদিকে আগামী আগস্টে শুরু হচ্ছে ‘গেম অব থ্রোনস’ সিরিজের প্রিকুয়েল ‘হাউজ অব দ্য ড্রাগন’। ‘গেম অব থ্রোনস’ সিরিজে যে গল্প তুলে ধরা হয়েছে তার গল্প নিয়ে এই নতুন সিরিজ। আগামী ২২ আগস্ট সিরিজটির প্রথম পর্ব প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ