নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের ও একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৮৪ জনে।একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬১৮ জন। শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।