মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিকজামান, ভাইস চেয়ারম্যান মাকসুদ উল আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ।

জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীদের দক্ষতার ভিত্তিতে ক্রেস্ট প্রদান করা হয়। পরে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ