ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ইটনা উপজলা বড়িবাড়ী ইউনিয়নে এন সহিলা গ্রামের সামনের হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা বাজার থেকে হবিক মিয়ার গাছের ডালপালার ব্যাবসা থেকে নৌকা বোঝাই ডালপালা ক্রয় করে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫)। ডালপালা উঠানামা করানোর জন্য শ্রমিক হিসাবে সঙ্গে নেয় তাড়াইল উপজেলার দামিহা গ্রামে মাসুদ মিয়া (২৮) রেজামুল (৪৫) ও অসিম (২৬) নামে তিন ব্যাক্তিকে।
ইটনা উপজেলার সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশ্য যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নে এন সহিলা গ্রামের সামনের হাওড়ে ঝড় বৃষ্টির কবলে নৌকাডুবির ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা যায়।
উক্ত নৌকাডুবিতে পাঁচ জনের মধ্যে দুইজন অসিম (২৬) ও রেজামুল (৪৫) বেঁচে আছেন। বাকি তিনজন গতকাল থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার(১৪জুন)সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী।
তিনি জানান, সকাল ৮টার দিকে ৪ সদস্যের একটি ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের তিনজন হলেন তাড়াইল উপজেলা দামিহা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাসুদ মিয়া (২৮) করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫)