মো. নজরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, অ্যাড. সুলতান আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আমিনুর জামান রিংকু, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম পিটার।
