শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মো. নজরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর গাইবান্ধা জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি জেলা শিক্ষা অফিসার জিয়াসমিন আরা হক, আমলাগাছি বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. নাইম ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আমলাগাছি বিএল উচ্চ বিদ্যালয়, চক মানিকপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, কঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, ধাপেরহাট নায়েবীয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আল মামুন মো. ইয়াকুব আলী, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, জেলা শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রভাষক মো. আতাউর রহমান এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মো. সাইফুল ইসলামসহ কেরাত, হামদ-নাদ, বাংলা রচনা, ইংরেজী রচনা, বাংলা কবিতা, বিতর্ক, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারী গান, নির্ধারিত বক্তৃতা, উচ্চাঙ্গ নৃত্য, লোক নৃত্য এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, গালস্ গাইড, রোভার, শ্রেষ্ঠ বিএনসিসি এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ