সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় বৃক্ষরোপন কর্মসূচি

মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধার নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে দু’দিনব্যাপী সোমবার ও মঙ্গলবার আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসৃচি অবলম্বন মিলনায়তন ও দক্ষিন কাঠুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “শুধু একটাই পৃথিবী” প্রতিপাদ্যে এবারের বিশ^ পরিবেশ দিবস উদযাপন করা হয়। প্রাকৃতিক পরিবেশ কারো একচ্ছত্র সম্পত্তি নয় যে, কোন একটি দেশ বা সংস্থা পরিবেশের নিয়ন্ত্রণ সারা পৃথিবীকে দূষণ থেকে মুক্ত করবে। সকল দেশেরই পরিবেশ দূষণমুক্ত আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন। একক অংশগ্রহণ ও আন্দোলন এ বিশ্বকে বসবাস উপযোগী করে তুলতে পারে না। প্রত্যেকটি দেশের মিলিত প্রয়াসই পৃথিবীকে ভবিষ্যৎ সংকট থেকে মুক্ত রাখতে পারে।
গাইবান্ধার নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বিশিষ্ট সাহিত্যিক দেবাশীষ দাশ দেবু, প্রাক্তন শিক্ষক রঞ্জিত সরকার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা এম.এ. মজিদ প্রধান, মানবাধিকার কর্মী সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, শিক্ষক বিউটি বেগম, সাহেরা বানু, শান্তা রায়, জনউদ্যোগ যুব ফোরামের আহবায়ক খিলন রবিদাস প্রমুখ। শেষে দক্ষিন কাঠুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঔষধি, ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতি গাছের চারা লাগানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ