শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে ট্রাক চাপায় বৃদ্ধা নারী নিহত, আটক ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গম ভর্তি একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সালেহা বেগম (৬৬) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। তিনি উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। পেশায় তিনি একজন গৃহকর্মী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

খবর নিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায়ে আজও নিহত সালেহা উপজেলার রাণীগঞ্জ বাজারের গরুর হাট সংলগ্ন কালাম মাস্টারের বাড়িতে কাজ করতে রাণীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা গম ভর্তি একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো-ট-১৫-৬৪৬৮ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি সহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, ঘাতক ট্রাকটি সহ চালক ও হেলপারকে আমরা আটক করেছি। এবিষয়ে নিহত সালেহার ছেলে গাজিউর বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ