সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চালের বস্তা রেখে পালিয়েছে ব্যবসায়ীরা

পথে প্রান্তরে ডেস্ক:- দেশে চালের বাজারে চলছে চরম অস্থিরতা। এ অবস্থায় দেশের  বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে তদারকি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই খবর পেয়ে শত শত চালের বস্তা দোকানে রেখেই পালিয়ে যান ব্যবসায়ীরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জরিমানা এড়াতেই ব্যবসায়ীরা এমন করেছেন।

আজ শুক্রবার (৩ জুন) দুপুরে কৃষি মার্কেটে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দোকান ফেলেই ব্যবসায়ীরা যে যার মতো পালিয়ে যান। তাদের বারবার অনুরোধের পরও দোকানে আসেননি।

এদিকে অভিযানের সময় দেখা যায়, অনেক দোকানে চালের মূল্য তালিকায় অসঙ্গতি। ফলে সেখানে আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার, মদিনা রাইস এজেন্সিকে ৫০ হাজার ও সাইকা রাইস এজেন্সি নামের তিনটি দোকানকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগেও ৩১ মে একই মার্কেটে অভিযান চালিয়েছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তখনও চাল রেখে পালিয়ে যান ব্যবসায়ীরা। তখনও দুই চালের দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ