সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জাতীয় কবি নজরুল সম্মাননা পেলেন চেয়ারম্যান নওশাদ

ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান সাইমদাদ খান নওশাদ পেলেন জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা পুরস্কার। মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এবারো আয়োজিত হয় প্রেমের কবি, বিদ্রোহি কবি,জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতির স্মরণে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিতরণি অনুষ্ঠান নজরুল সম্মাননা পুরস্কার ২০২২। দেশ বরেণ্য গুণীজনদের উপস্থিতিতে বিচার বিশ্লেষণ করে এই পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে তাড়াইল উপজেলার ৭নং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইমদাদ খান নওশাদ এই সম্মাননার গৌরব অর্জন করেন। ৩০ মে ২০২২ খ্রীস্টব্দে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্দ্যোগে এই সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরে স্ব স্ব জেলা,উপজেলা ইউনিয়নে পুরস্কার প্রাপ্তদের ঠিকানায় বিশেষ বাহকের মাধ্যমে এই কৃতিত্বের সম্মাননা পাঠানো হয়। তাড়াইল উপজেলার ৭নং (তাড়াইল-সাচাইল) সদর ইউনিয়নেে লাঙ্গল প্রতিকে বিপুল ভোটে বিজয়ী চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ উক্ত পুরস্কারে ভূষিত হয়। জাতীয় কবি নজরুল ইসলাম সম্মাননা পাওয়ার পর চেয়ারম্যান নওশাদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মানুষ তার স্বীয় কর্মের দ্বারা পুরস্কারে ভূষিত হলে সেই কর্মের প্রতি তার উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। আর জাতীয় কবির নামে সম্মাননা পাওয়া সেতো আরো বেশি সম্মানের ও গৌরবের। এ গৌরব আমার একার নয়, এই অর্জন তাড়াইল-সাচাইল ইউনিয়নবাসি সকলের। আমি যেন জনগণের দেয়া ক্ষমতার সদ্ব্যাবহার করতে পারি। এবং দেশ ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। সেজন্য সকলের কাছে দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ