নজরুল ইসলাম জুয়েল,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ভালুকায় ককটেল ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে মহানগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে ডাকাতির সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীক নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি এম.এ কবির , সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ, সহ-সভাপতি বাবু রাধেশ্যাম দাস, টুটুল কর্মকার, সিতানাথ কর্মকার, সহ-সম্পাদক আবদুল আলিম, এম.এ কাইয়ুম, কোষাধ্যক্ষ আবদুল কাদির, সদস্য গোপাল দাস, মানিক কর্মকার, বনাই দত্ত, প্রদীপ দাস প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বুধবার রাত ৯টায় ভালুকা পৌরসভার শহিদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ৪-৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রাইভেটকারে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে অতঙ্ক সৃষ্টি করে জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকানের কাউন্টারের শোকেসে থাকা স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা দোকান মালিক অধীর কর্মকারের পায়ে একটি গুলি ও মাথায় আঘাত করে পালিয়ে যায়।
