জয়পুরহাট জেলা প্রতিনিধি
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলামের, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল প্রমুখ।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন,প্রশাসন এখন উন্নয়নমুখী ও জনকল্যাণমুখী। এখন আর নিজেদের জনগণের শাসক ভাবার কোনো অবকাশ নেই। মানুষ সিভিল সার্ভেন্টদের কাছে সুশাসন ও সেবা আশা করে। আমরা সিভিল সার্ভেন্টরা, সকলে সরকারি কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। সুশাসন নিশ্চিত করতে হলে নাগরিক সেবা সহজ, সুলভ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।