জয়পুরহাট জেলা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ ,পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংঠন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
পরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চয়াল যুক্তহয়ে বক্তব্য দেন জাতীয় সংসদরে হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট ২নং আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এ সময় পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি), এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) সহ প্রশ্সানের কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।