সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১২টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অনেকেই। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ