শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিকলীতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো জে.এন এন্টারপ্রাইজ

জয়দেব আচার্য্য, নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ নিকলীতে সিংপুর এবং দামপাড়া ইউনিয়নের আসানপুর কাঠালকান্দি গ্রামে গত কয়েক দিন আগে টানা ভারি বৃষ্টি ও উত্তর দিক থেকে নেমে আসা পানির কারণে নিকলী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জে.এস এন্টারপ্রাইজ। বন্যায় পানি বন্দি রয়েছেন, নিকলী উপজেলার কয়েক হাজার পরিবার। সে পরিস্থিতিতে অসহায় মানুষের মুখের খাবার তুলে দিলেন, দামপাড়া ইউনিয়নের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী জলিল মহাজনের আদরের নন্দন, গরীবের বন্ধু, কিশোরগঞ্জ জেলার প্রথম শ্রেণির বিশিষ্ট টিকাদার জে.এন এন্টারপ্রাইজের কর্ণধার, মোঃ তাজুল ইসলাম তাজ। দামপাড়া এবং সিংপুর ইউনিয়নে ১০০টি পরিবারের মাঝে চাউল, চিড়া, মুড়ি, গুরসহ শুকনো খাবার সামগ্রী বিতরন করেন। ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়ে জে.এন এন্টারপ্রাইজের কর্ণধার, মোঃ তাজুল ইসলাম তাজ বলেন, নিকলী-বাজিতপুরের মাননীয় সংসদ সদস্য,আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, এমপি মহোদয়ের নিদের্শ ক্রমে, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাকে এ বিষয়ে সহযোগীতা করেছেন, নিকলী উপজেলা পরিষদের মানবিক উপজেলা চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দছ ভুঞা জনি। ত্রাণ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দছ ভুঞা জনি, দামপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সফল সভাপতি মোঃ আলী আকবর (আলী ভাই), বিশিষ্ট ব্যবসায়ী আলী আকবর বাচ্ছু, সাংবাদিক জয়দেব আচার্য্য প্রমুখ। ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় মানুষদের মুখে হাসি ফুটে উঠে। মানুষ মানবতার জয় হোক। মানুষ মানুষের জন্য।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ