শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নীলফামারীর নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, মোস্তাফিজুর রহমান ২৭তম বিসিএসে অংশ নিয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও সর্বশেষ প্রায় আড়াই বছর নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শেরপুর জেলার নালিতাবাড়ী সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের সাহাব উদ্দিনের পুত্র। শিক্ষাজীবনে তিনি তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে স্নাতক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ