পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলা শিক্ষা অফিসের স্থানীয় পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোসা. নাজমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শ্যাম সুন্দর মিত্র, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফিরোজ কবির আকন্দ, আব্দুল হান্নান মন্ডল, আসাদুজ্জামান দোলন, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মন্ডল মিথুন ও দুবলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম প্রমুখ। এসময় অন্যান্য শিক্ষা অফিসারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় (বালক) উপজেলার হরিনাথপুর ইউপি’র ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে কিশোরগাড়ী ইউপি’র কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় (বালিকা) উপজেলার মহদীপুর ইউপি’র পেপুলীজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৩-০ গোলে পরাজিত করে বরিশাল ইউপি’র দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন। ছবি সংযুক্ত
