পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বজ্রপাতে তামিম মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউপি’র রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ওই গ্রামের মাজহারুল মান্নান সুজার ছেলে।
নিহত শিশু’র চাচা সাবেক ইউপি সদস্য শাহিন মিয়া জানান, এদিন দুপুরে সে আরো ২/৩ জন শিশুকে নিয়ে সে বাড়ী বাহিরে খেলা করতে করতে কচুয়া বিল নামক স্থানে যায়। এসময় বৃষ্টি শুরু হলে তামিম কচুয়া বিলের পানিতে নামতে ধরলে বজ্রপাতের বিকট শব্দে শিশুটি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তামিমকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
