পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবির। এতে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর, এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান, প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মো. মন্জুর কাদির মুকুল, থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর কবির, থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজার রহমান রাজা। কর্মশালায় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা মাদক আগ্রাসন রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
