পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কার্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
বুধবার (৩ আগস্ট) শেষ বেলায় পলাশবাড়ী উপজেলা কার্যালয় এবং উপজেলা পরিষদ নির্মাধিন ৪ তলা ভবনের কাজ পরিদর্শন করেন। শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত অপরাপর দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক মো. অলিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. অফিসার আরিফ হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ার বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা এবং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মশিউর রহমানসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথমেই বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
