শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ সাঃ ও হযরত আয়েশা রাঃ কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দোষীদের শাস্তির দাবীতে গতকাল রবিবার বৈকাল ৬টায় জয়পুরহাটের পাঁচবিবি শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পাঁচবিবি ওলামা পরিষদের আয়োজনে বিশাল এক বিক্ষোভ মিছিল বায়তুন নুর জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গেট চত্বরে প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরে পুরাতুন জামে মসজিদের খতিব মওলানা মীর শহীদের সভাপতিত্বে ও রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বায়তুন নুর জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা জামিল হোসেন, ষ্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মওলানা ইয়াহিয়া ও মাওলানা হাফিজার রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে মুসলমানদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য প্রদানকারী ভারতের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভারত সরকারকে মুসলিম জাহানের নিকট রাষ্ট্রীয়ভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ