সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

মো. নজরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে পঞ্চাশ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (০৩/০৮/২২) এ ঘটনায় ওই মেয়ের বড়ভাই তইবর রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেন যাহার নং ৫ (০৩/০৮/২২)।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, “মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও মামলায় অভিযুক্ত দুলা মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার পুত্র দুলা মিয়া প্রতিবেশি প্রতিবন্ধী মেয়েটিকে মঙ্গলবার দুপুরের দিকে কৌশলে নিজবাড়ীতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ