রাজবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলার শাখার নির্বাচন, চলছে ভোট গ্রহণ।
এ নির্বাচনে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ২জন। মোট ৫১টি পদের মধ্যে ৬টি পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বতীয়া করছেন। ৪৫জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১৩৬টি স্কুলের ৭৯০জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।
এ সময় নির্বাচন সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন, আইন শৃংঘলা সমুন্নত রাখতে সার্বক্ষনিক পুলিশের একটি টিম কাজ করছে।
প্রধান নির্বাচন কমিশনার নাসরীন আক্তার জানান সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মোট ভোটারের সংখ্যা ৭৯০জন। সকাল থেকে এ পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।