বৃহস্পতিবার, ২৩শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের জয়

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা দল জিতেছে ৩-০ গোলে। শনিবার মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ১০ দলের এই টুর্নামেন্ট।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত পর্ব উদ্বোধন করেছেন। উপস্থিত ছিলেন বাফুফের সদস্য নুরুল ইসলা নুরু, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ওবাইদুর রহমান খান, পৌরসভার চেয়ারম্যান খালিদ হোসেন ইয়াদ।

১০ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। দলগুলো হলো-‘ক’ গ্রুপ : সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া ও বাংলাদেশ সেনাবাহিনী এবং ‘খ’ গ্রুপ : মাগুরা, ময়মনসিংহ, বরিশাল, গাইবান্ধা ও বাংলাদেশ নৌবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ