বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৩ হাজার কোটি টাকা বাড়লো

এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা বেড়েছে। যার পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা। এর আগে এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে এত টাকা রাখার নজির নেই বাংলাদেশিদের।

বৃহস্পতিবার (১৬ জুন) সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত বিদেশিদের টাকার পরিমাণ প্রকাশ করা হয়। যাতে রয়েছে বাংলাদেশেও।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবি’র প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ডিসেম্বরে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ দেশটির ব্যাংকে জমিয়েছেন বাংলাদেশিরা। অর্থাৎ আট হাজার ৩৩৩ কোটি টাকা
(প্রতি ফ্রাঁ বাংলাদেশি মুদ্রায় ৯৫ দশমিক ৭০ টাকা ধরে)।

এর আগে ২০২০ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল ৫৬ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার তিনশ ৪৭ কোটি টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানেই বাংলাদেশিরা সুইস ব্যাংকে আরও তিন হাজার কোটি টাকা বেশি জমা করেছেন।

এই তথ্য এমন এক সময় প্রকাশ হলো, যখন বাংলাদেশে অর্থপাচার নিয়ে বেশ আলোচনা চলছে। সরকারও এসব পাচার হওয়া অর্থ ফেরত আনতে আগ্রহ দেখাচ্ছে। এই অবস্থায় আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও এসব অর্থ ফেরত আনার বিষয়ে সুযোগ দিচ্ছে সরকার।

এদিকে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক যে তথ্য দিয়েছে এতে বাংলাদেশিদের টাকার পরিমাণ বলা হলেও পাচার সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এমনকি সুইস ব্যাংকে কার কত টাকা আছে, তাও উল্লেখ করেনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ