শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাঘায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অজয় ঘোষ, রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘায় ৩০০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। রবিবার রাতে রাজশাহী জেলার বাঘার মীরগঞ্জে পাঁকা রাস্তার উপর অপারেশন চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড, ২টি মিষ্টি কুমড়া উদ্ধার করেন। সেই সাথে জেলার বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের মাতু থান্দারের ছেলে মোঃ মাসুদ মন্ডল (২০) কে গ্রেফতার করে।
সোমবার সকালে র‌্যাব- ৫ এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী থেকে ছেড়ে আসা বাঘাগামী রাজা বাদশা পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১১-১৭৪৩) যাত্রীবাহী বাস তল্লাসী করে। এসময় রাজশাহী জেলার বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের মাতু থান্দারের ছেলেকে ৩০০ গ্রাম হেরয়িনসহ মোঃ মাসুদ মন্ডল (২০) কে গ্রেফতার করে। এ ব্যাপারে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ