শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বান্দরবানের লামায় মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান প্রতি‌নি‌ধি
বান্দরবানে লামা উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘ‌টে। তার নাম রেশমী আক্তার (১৭) ‌সে নুনারঝিরি এলাকার মো. আলাউদ্দিন মেয়ে ও লাইনঝিরি মোহাম্মদীয়া দাখিল মাদরাসার এইবারের এসএসসি পরীক্ষার্থী।
পু‌লিশ ও স্থা‌নিয়রা জানায়, ওই ছাত্রীর মা-বাবা লাইনঝিরি বাজারে নিজেদের দোকানে থকা অবস্থায় বাড়ির পার্শ্ববর্তীরা খবর দিলে বাড়িতে এসে তার মা বাবা তাকে রান্না ঘরের বিমের সঙ্গে তাদের মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনা স্থলে লামা থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।
ঘটনার সততার নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘরে ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ