সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাস্ক ছাড়া পশুর হাটে প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে মাস্ক ছাড়া আসন্ন ঈদুল আজহার পশুর হাটে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় সারাদেশে ৪ হাজার ৪০৭টি গবাদি পশুর হাট বসবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি ও দক্ষিণের ১২টিসহ সারা দেশে ৪ হাজার ৪০৭ টি পশুর হাট বসবে। এ সংখ্যা হয়তো দু-একটা বেশি-কম হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ