অজয় ঘোষ, রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডেকেল কালেজ হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলার অভিযোগে ঔষধ কোম্পানির কয়েকজন রিপ্রেজেন্টিভকে রশি দিয়ে বেঁধে রাখে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা। রোববারের এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রামেক হাসপাতালের বহিঃবিভাগের সামনে প্রতিবাদ মানববন্ধন করে রিপ্রেজেন্টেটিভরা। এ সময় তারা ওষধ সরবরাহ বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন।
রাজশাহী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর ও জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশনের (ফারিয়া) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভূক্তভোগী একমি ফার্সাসিউটিক্যালের রিপ্রেজেন্টিটিভ আল-আমিন সহ অনেকে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনরত রিপ্রেজেন্টিটিভরা বিক্ষোভ মিছিল বের করে হাসপাতালের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় গেটে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের বাঁধা দেয়। সেখানে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
