বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রাজশাহীতে রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ

অজয় ঘোষ, রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডেকেল কালেজ হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলার অভিযোগে ঔষধ কোম্পানির কয়েকজন রিপ্রেজেন্টিভকে রশি দিয়ে বেঁধে রাখে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা। রোববারের এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রামেক হাসপাতালের বহিঃবিভাগের সামনে প্রতিবাদ মানববন্ধন করে রিপ্রেজেন্টেটিভরা। এ সময় তারা ওষধ সরবরাহ বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন।
রাজশাহী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর ও জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশনের (ফারিয়া) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভূক্তভোগী একমি ফার্সাসিউটিক্যালের রিপ্রেজেন্টিটিভ আল-আমিন সহ অনেকে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনরত রিপ্রেজেন্টিটিভরা বিক্ষোভ মিছিল বের করে হাসপাতালের মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। এ সময় গেটে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের বাঁধা দেয়। সেখানে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ