বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে সেলিম হত্যাকান্ডের ঘটনায় আরো ২ আসামী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সেলিম হত্যাকান্ডের ঘটনায় এজাহারভুক্ত আরো ২ আসামীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এবিপিএন)।

শনিবার (১৮ জুন) বিকেল ২টার দিকে কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ১ ডব্লিউতে ১৪ এপিবিএন বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, লতিফের ছেলে ইব্রাহিম (২৫) ও হাসিমের ছেলে রফিক (১৯)। তারা উভয় কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্প-১ এর বাসিন্দা।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন এর পুলিশ সুপার নাইমুল হক (বিপিএম) জানান, ক্যাম্প-১ ডব্লিউর বালুর মাঠের বিভিন্ন ব্লকে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৫ জুন রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে সেলিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ