শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিক্ষক হত্যার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন


নীলফামারী প্রতিনিধি


ঢাকার সাভারে আশুলিয়া শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ ও লাঞ্চনার ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নীলফামারী বেসরকারি শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় নীলফামারী শহরের স্মৃতি অম্লান চত্তরে বেসরকারি শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

শিক্ষক-শিক্ষার্থীরা এসব অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন। নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আশরাফুজ্জামান জুয়েল, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর সভাপতি মহাফিজুর রহমান খান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাও. কাজী আব্দুল আজিজ, বাংলাদেশ কারিগরী শিক্ষক সমিতির প্রতিনিধি মো. হায়দার আলী। নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মৃনাল কান্তী রায়, শিক্ষক সুধীর রায় প্রমূখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ