ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ। রোববার বিকেলে দলের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয় বলে দলীয় সূত্রে জানা যায়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৮০ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগ শৈলকুপা উপজেলা শাখা থেকে এম হাকিম আহমেদের রাজনীতির হাতেখড়ি। পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নির্বাচিত হন। বর্তমান তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে অধিষ্ঠিত। উল্লেখ্য গত ১৫ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালি বেগম মৃত্যুবরণ করলে পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৩১ জুলাই শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নের খবর পেয়ে এম হাকিম আহমেদের জন্মস্থান ৯ নং মনোহরপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে মিস্টি বিতরনের খবর পাওয়া গেছে।
