মো: সোহেল রানা খান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগিতায় ২১ জুন বুধবার সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টা থেকে এ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষন কর্মশালার সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল মজিদ ফটো।
নারীর ক্ষমতায়ন, আশ্রায়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সাসাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ এ ১০টি বিশেষ প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, প্রেসক্লাব, এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংখ্যালঘু জনগোষ্ঠির প্রতিনিধিরা অংশ গ্রহন করে।
