শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বাড়ি থেকে টাকা আদায় করতে অপহরণ নাটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নেশা এবং পাওনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান মো. শাকিল মিয়া নামের এক যুবক। যুবক আত্মগোপনে থাকা স্থানের খোঁজ না দিয়ে নিজ মোবাইল থেকে বারবার ফোন দিয়ে চাঁদা পরিশোধ করতে চাপ দিচ্ছিলেন পরিবারকে।

গতকাল স্ত্রী আবিদা শারমিন শিমু কুড়িগ্রাম সদর থানায় হাজির হয়ে জানান যে, তার স্বামী মো. শাকিল মিয়া (২৬)কে কাহারা অপহরণ করে চাঁদা দাবি করছে। অভিযোগ আমলে নিয়ে সদর থানা পুলিশ তাৎক্ষনিকভাবে কার্যক্রম শুরু করে।

শাকিল এর স্ত্রী জানান, তার স্বামী নিজ মোবাইল থেকে জানায় সে বিপদে আছে। ৫০ হাজার টাকা লাগবে। কিন্তু কোথায় আছে তা বলে না। বারবার টাকা চেয়ে ব্যর্থ হয়ে একপর্যায়ে জানায় সে জয়পুরহাটে আছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সদর থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তাকে চিলমারী থানা এলাকার মাটিকাটা নামক স্থান থেকে উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায়, নেশা ও ঋণের চাপে এই অপহরণ নাটক করে। পরে পুলিশ স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ