সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় অর্ধদিবস হরতাল পালন

মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহণ ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করে। হরতাল চলাকালে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের ১নং রেলগেট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলার সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাসদ আহবায়ক গোলাম রব্বানী, সিপিবির সাধারণ স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নিলুফার ইয়াসমিন শিল্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৫ লাখ টাকার কারেন্ট জাল ভস্মিভূত
মো.নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয় এবং তিস্তা নদী হতে প্রায় ৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং তা ভস্মিভূত করা হয়েছে। গত বুধবার উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিকুল ইসলাম সাবু বিশেষ অভিযান চালিয়ে উপজেলার হরিপুর খেয়াঘাট হতে বেলকা খেয়া পর্যন্ত অভিযান চালিয়ে ৬৭টি অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের উপস্থিতিতে তা ভস্মিভূত করা হয়। উপজেলা প্রশাসন জানান, নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু জলাশয় সমুহে দেশীয় মাছ রক্ষায় এইসব অবৈধ কারেন্ট জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ