রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বলাইশিমুল খেলার মাঠ বাঁচাতে মানববন্ধন

নজরুল ইসলাম জুয়েল ,ময়মনসিংহ

কথা, কবিতা, গান মাঠ বাঁচাতে আহ্বান এ প্রতিবাদ‍্য বিষয় কে সামনে নিয়ে ময়মনসিংহ নেত্রকোনার বলাইশিমুল মাঠ প্রেমীদের ব‍্যানারে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন ব‍্যাটবল চত্বরে মানববন্ধন শতবর্ষী মাঠ দখল করে আশ্রয় প্রকল্প করা নামে সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে । আমরা চাই আশ্রয় প্রকল্প করা হোক,তবে মাঠ দখল করে কেন। বলাই সীমার পাশ্ববর্তী খাস ১০৪ একর জমি রয়েছে সেখানে হোক। স্থানীয় প্রশাসন এলাকাবাসীর কথা শোনছে না। এলাকার শত শত লোকদের বিষয়টি নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই খেলার মাঠ রক্ষার্থে এলাকাবাসী এগিয়ে আসলে মামলা দেয়া হচ্ছে । বলাইশিমুল মাঠ দখল করে কাজ করা দুঃখজনক। মাঠ রক্ষার্তে আমাদের এগিয়ে আসতে হবে।

কবি শামসুল ফয়েজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ইবনুল সাঈদ রানা, আমজাদ সরকার, হাবিবুর রহমান মন্ডল, শহিদুল ইসলাম বাচ্চু প্রমুগ । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবুল কালাম আজাদ ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ